লেখক: আয়েশা সিদ্দিকা
শিক্ষার্থী :রাজনীতি বিজ্ঞান বিভাগ,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
১৩ ও ১৪ জানুয়ারি দুই দিন ব্যাপি অনলাইনে অনুষ্ঠিত হল বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম কর্তৃক আয়োজিত ‘লেখালেখির প্রাথমিক ও বুনিয়াদী ’।
১৩ জানুয়ারি প্রথম অনুষ্ঠানের শুরুতে রাফিয়া নুসরাত মিমের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন, বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আখতার হোসেন আজাদ।কর্মশালার উদ্ভোধন করেন সংগঠনটির উপদেষ্টা মো: ফয়সাল আহাম্মদ।
নবীন লেখকদের দিকনির্দেশনা ও লেখালেখির বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন,’বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের’ কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি তানভীর আহম্মদ রাসেল ও ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আশিকুর রহমান।এতে অংশ গ্রহণ করেন বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের সদস্য।মোট শিক্ষার্থী উপস্থিত ছিলেন ৭৫ জন।
দ্বিতীয় দিন, ১৪ জানুয়ারি ছিল ‘বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম কর্তৃক আয়োজিত ‘লেখালেখির প্রাথমিক ও বুনিয়াদী ’ অনুষ্ঠানের শেষ দিন।
সমাপনী দিবসে রাফিয়া নুসরাত মিমের সঞ্চলনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত লেখক,কলামিস্ট ও দৈনিক সমকাল পত্রিকার সহ সম্পাদক শেখ রোকন।বিশেষ অতিথি হিসেবে ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি জাহানুর ইসলাম,প্রশিক্ষক হিসেবে আলোচনায় ছিলেন শেখ আরমান,মাহবুবুর রহমান সাজিদ,আরাফাত শাহীন, আখতার হোসেন আজাদ।
প্রধান অতিথির বক্তব্যে শেখ রোকন বলেন,সমাজকে আলোকিত করার জন্য, দেশকে আলোকিত করার জন্য বাংলাদেশের তরুণ লেখকদের এমন একটি কর্মপ্রচেষ্টা দেশকে ভালো থেকে ভালোর দিকে ত্বরান্বিত করবে।বুদ্ধিদীপ্ত জ্ঞানচর্চার মাধ্যমে আজকের তরুনরা আগামীদিনে দেশকে সঠিক নেতৃত্ব প্রদানে সক্ষম হবে।
কর্মশালার সমন্বয়ক কাজী জহিরুল ইসলাম বলেন, আমরা দেশের তরুনদের লেখালেখিতে উদ্বুদ্ধ করতে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কাজ করছি।আর তারই ধারাবাহিকতায় ২দিন ব্যাপী এই কর্মসূচি ।
উলেখ্য,২০১৮ সালের ২৩ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক এই সংগঠনটি প্রতিষ্ঠিত হয়।বর্তমানে এটি একটি জনপ্রিয় সংগঠন হিসেবে তরুণ লেখকদের কাছে পরিচিত।১৫টি পাবলিক বিশ্ববিদ্যালয় ,জাতীয় বিশ্ববিদ্যালয় ,বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অধীনে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান কাজ করছে।