মো. রবিউল হোসেন, স্টাফ রিপোর্টার:- প্রত্যন্ত জনপদে খেলাধুলার প্রসার ঘটাতে স্বেচ্ছাসেবী সংগঠন সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন, খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা শাখা আয়োজিত ও গোরখানা স্পোর্টিং ক্লাবের পরিচালনায় ‘গোরখানা তরুণ প্রজন্ম ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। খেলায় ট্রাইবেকারে ৪-৩ গোলে চিলছড়ি একতা ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে চেঙ্গুছড়া একাদশ।
বৃহস্পতিবার (৩ নভেম্বর) বিকেল ৩টায় উপজেলার প্রত্যন্ত জনপদ গোরখানাস্থ শাহানশাহ হক ভান্ডারী সুন্নিয়া দাখিল মাদরাসা মাঠে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বিতা করেন উপজেলার চেঙ্গুছড়া একাদশ বনাম চিলছড়ি একতা ক্লাব। নির্ধারিত সময়ে ১-১ গোলে সমতা থাকায় সরাসরি ট্রাইবেকারে ৪-৩ গোলে চেঙ্গুছড়া একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।
খেলা শেষে সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন, খাগড়াছড়ি শাখার সভাপতি আইনজীবী জসিম উদ্দীন মজুমদারের সভাপতিত্বে ও টুর্নামেন্টের আহবায়ক সাংবাদিক রবিউল হোসেনের সঞ্চালনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন।
বিশেষ অতিথি ছিলেন, খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য মো. মাঈন উদ্দীন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. শাহনূর আলম, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আবদুল কাদের, যুবলীগ সভাপতি মো. সামায়উন ফরাজী সামু, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক মো. রমজান আলী, মানিকছড়ি উপজেলা শাখার সভাপতি জাহাঙ্গীর আলম, যোগ্যাছোলা ইউনিয়ন আ.লীগ সাধারণ সম্পাদক আব্দুল মতিন, ইউপি সদস্য আব্দুল মমিন, প্রেস ক্লাব সাধারণ সম্পাদক আবদুল মান্নান, কলেজ ছাত্রলীগ সভাপতি আবু জাফর, সাংবাদিক মো. ইসমাইল হোসেন প্রমূখ।
অতিথিরা চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে ট্রপি ও প্রাইজমানি বিতরণ করেন। এছাড়া ১০টি দলের অংশগ্রহনে খেলায় সেরা খেলোয়াড় হিসেবে চিংমং মারমা (চিলছড়ি একতা ক্লাব), ম্যান অব দ্য ফাইনাল মো. কামরুজ্জামান (চেংগুছড়া একাদশ), সেরা গোল রক্ষক অংসামং মারমা (চেংগুছড়া একাদশ) ও উদীয়মান খেলোয়ার হিসেবে গোরখানা স্পোর্টিং ক্লাবের আনোয়ার হোসেনকে ক্রেস্ট দিয়ে পুরস্কৃত করা হয়। খেলা পরিচালনা করেন বাফুফের রেফারি মো. শহীদুল্লাহ সজিব।