লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরে অটোরিকশা চাপায় ফাতেমা আক্তার (৬) নামে এক শিশুকন্যার মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (০৩ নভেম্বর) সন্ধ্যা সদর উপজেলার দালাল বাজার এ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয় শিশু ফাতেমা। পরে তাকে সেখান থেকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালের নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফাতেমা একই উপজেলার পশ্চিম লক্ষ্মীপুর গ্রামের মো. কবির হোসেনের মেয়ে।
খোঁজ নিয়ে জানা গেছে, শিশু ফাতেমা তার মায়ের সঙ্গে দালাল বাজারে আসেন। রাস্তা পারাপার সময় শিশুটি তার মায়ের হাত থেকে ছুঁটে গিয়ে চলন্ত অটোরিকশা সাথে ধাক্কা লেগে রাস্তায় লুটে পড়ে। এতে সেই গুরুতর আহত হয়। উদ্ধার করে হাসপাতাল নিলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
লক্ষ্মীপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মো. আরমান হোসেন মৃত্যুর বিষয় নিশ্চিত করছেন।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন বলেন, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।