মো: নাজমুল হোসেন রনি :
প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি মোতাবেক সাফ জয়ী সেরা গোল রক্ষক রুপনা চাকমার ঘর নির্মাণ কাজ বৃহস্পতিবার দুপুরে শুরু হয়েছে।
বৃহস্পতিবার (৩ নভেম্বর) দুপুরে ঘর নির্মাণ কাজের উদ্বোধন করেন নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফজলুর রহমান।
উল্লেখ্য পার্বত্য জেলা রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ভূঁইয়াদাম এলাকার মেয়ে “নারী সাফ চ্যাম্পিয়ন” দলের শ্রেষ্ঠ গোলরক্ষক রুপনা চাকমা। জম্মের আগে তাঁর বাবা গাছা মনি চাকমা মৃত্যুবরণ করেন। বাবার দেখা না পেলেও নিজেকে গড়ে তুলতে কখনও আত্মবিশ্বাস হারায়নি সে। দক্ষিণ এশিয়ায় শ্রেষ্ঠ গোলরক্ষক হওয়ায় তিনি এখন বাংলাদেশের নাম উজ্জ্বল করেছেন আর্ন্তজাতিক পর্যায়ে। তাঁর খেলা ও অর্জন দেখে গ্রামের মানুষও বেশ খুশি। তাঁর এই অর্জনে গর্বিত সারা বাংলাদেশের মানুষ। তবে পার্বত্য জেলার মেয়েদের এমন অর্জন দেখে তাঁদেরকে সংবর্ধনা দেয় সাধারণ জনতা। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে রুপনার জরাজীর্ণ বাড়ির ছবি ভাইরাল হলে ,তারই ধারাবাহিকতার দেশ সেরা গোল রক্ষক রুপনার বাড়ি নির্মানের নির্দেশ দেন সয়ং প্রধান মন্ত্রী ।
যার পরিপেক্ষিতে (৩রা নভেম্বর ২২ইং )এ বরাদ্দকৃত বাড়িটির নির্মান কাজের শুভ উদ্ধোধন করলেন নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার মো: ফজলুর রহমান।
এসময় নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলুর রহমান বলেন, অনুমোদিত ড্রয়িং ও বাজেট অনুযায়ী রুপনা চাকমার ঘর নির্মাণ কাজের উদ্বোধন করা হল।
অন্যদিকে উপজেলা স্থানীয় সরকার প্রকৌশলী আবদুল মাজিদ বলেন, ঘরের কাজ আগামী দুই মাসের মধ্যেই সম্পন্ন করা হবে। ঘরটি নির্মাণে ব্যয় হচ্ছে ১০ লক্ষ ৬৭ হাজার ৪৫৫ টাকা।