অ্যাডিলেডেও মন ভাঙল বাংলাদেশের—–
১৮৫ রানের লক্ষ্য, বৃষ্টি নামার আগে বাংলাদেশ ৭ ওভারে ৬৬/০। ডিএলএসে এগিয়ে ১৭ রানে। বৃষ্টির পর লক্ষ্য ১৬ ওভারে ১৫১ রান।
২৭ বলে ৬০ রান করে রানআউট হলেন লিটন, বাংলাদেশ পথ হারাল তাতেই। নাজমুল, সাকিব, আফিফ চেষ্টা করলেন, পারলেন না। শেষ দিকে তাসকিন অপরাজিত ছিলেন ৭ বলে ১২ রানে, নুরুল অপরাজিত ছিলেন ১৪ বলে ২৫ রানে।
শেষ বল পর্যন্ত অন্তত ম্যাচ টাই করার আশা ছিল বাংলাদেশের, তবে হয়নি। ২০১৬ সালে বেঙ্গালুরুর পর ২০২২ সালে অ্যাডিলেডে ভারতের বিপক্ষে আরেকটি মন ভেঙে যাওয়ার গল্পই লেখা হলো বাংলাদেশের।