মো. রবিউল হোসেন, স্টাফ রিপোর্টার:- প্রশিক্ষিত যুব- উন্নত দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে খাগড়াছড়ির মানিকছড়িতে পালিত হয়েছে জাতীয় যুব দিবস। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা শেষে ৭জন প্রশিক্ষিত যুবক-যুবতীদের মাঝে যুব ঋণ হিসেবে ৩ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে যুব ঋণের চেক বিরতরণ ও আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রক্তিম চৌধুরী। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদিন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ২৮ -৩৫ বছর যাদের হয়েছে তারাই যুবক যুবতী। প্রশিক্ষিত যুব উন্নত দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ। যুবকরাই এ দেশের সম্পদ। তাদেরকে সঠিক ভাবে কাজে লাগাতে পারলে দেশ অনেক এগিয়ে যাবে এবং বঙ্গবন্ধুর সোনার বাংলা বাস্তবায়িত হবে।
এসময় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা দেব প্রসাদ দত্ত, শহীদুল ইসলাম, তথ্য সেবা কর্মকর্তা সুমাইয়া আক্তারসহ সাংবাদিক, সেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ ও রিণ গ্রহীতারা উপস্থিত ছিলেন।