মো. রবিউল হোসেন, স্টাফ রিপোর্টার:- মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়াধীন’ দুঃস্থ মহিলা উন্নয়ন (ভিজিডি) কর্মসূচীর নাম পরিবর্তন পূর্বক ‘ভালনারেবল উইমেন বেনেফিট (ভিডব্লিউবি) কার্যক্রম বাস্তবায়নে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রক্তিম চৌধুরীর সভাপতিত্বে ও মহিলা বিষয়ক কর্মকর্তা মো. কামরুল আলমের উপস্থাপনায় অবহিতকরণ সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান ও প্রকল্পের উপদেষ্ঠা মো. জয়নাল আবেদীন।
অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান ডলি চৌধুরানী, সমাজসেবা কর্মকর্তা মো. মুরাদ হোসেন, তথ্য সেবা কর্মকর্তা সুমাইয়া আক্তার, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. হাফিজ উদ্দিন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. সফিউল আলম চৌধুরী, ইউপি চেয়ারম্যান(প্যানেল)মো. ইদ্রিস ইসলাম বাচ্চু, মো. আবদুর রহিম, ক্যয়জরী মহাজন, মো. আবুল কালাম আজাদ ও ইউপি সচিব দীপ লাল ত্রিপুরা, মো. মোশাররফ হোসেন মজনু, অপু দে, মো. সুমন মিয়া।
সভায় জানানো হয়, চলমান দুঃস্থ মহিলা উন্নয়ন (ভিজিডি) এখন থেকে নতুন নামে ভালনারেবল উইমেন বেনেফিট(ভিডব্লিউবি) চালু করা হচ্ছে। সমাজের অতি দরিদ্র মহিলাদেরকে” স্বনির্ভরতার জন্য সহায়তা” এ মূলনীতিতে ২০-৫০ বয়সী (সরকারী সুবিধা/ উপকারভোগী ব্যতিত) যে কোন দুঃস্থ নারী ভিডব্লিউবি কার্যক্রমের অনলাইন পোর্টাল dwavwb.gov.bd এ আবেদন করার সুযোগ পাবে।