মো. রবিউল হোসেন, স্টাফ রিপোর্টার:-
জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মরণে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় আয়োজিত বঙ্গবন্ধু ক্রিকেট টুর্ণামেন্টে একতা যুব সংঘ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন।
সোমবার (৩১ অক্টোবর) বিকেলে রাণী নিহার দেবী সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বিতা করেন একতা যুব সংঘ বনাম আদর্শ যুব সংঘ। টসে জিতে ব্যাটিং এ গিয়ে একতা যুব সংঘ ৬ উইকেট হারিয়ে সংগ্রহ করেন ১৪৪ রান। জবাবে আদর্শ যুব সংঘ ৮ উইকেটে সংগ্রহ করেন ১১৯ রান। এতে ২৫ রানে একতা যুব সংঘ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।
টুর্নামেন্ট সেরা খেলোয়াড় ও সর্বোচ্চ উইকেট শিকারী (১৩ উইকেট, ১০০রান) মো. মামুনুর রশীদ, সর্বোচ্চ রান সংগ্রহক মো. কামাল হোসেন(১২৩) নির্বাচিত হন।
পরে উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন। অতিথি ছিলেন, জেলা পরিষদ সদস্য মো. মাঈন উদ্দীন, উপজেলা ছাত্রলীগ সভাপতি মো. জামাল হোসেন, যোগ্যাছোলা ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মো. আবদুল মতিন, আয়োজক সংস্থা আদর্শ যুব সংঘের সভাপতি মো. সুমন মিয়া, প্রেস ক্লাব সাধারণ সম্পাদক আবদুল মান্নান প্রমূখ। পরে অতিথিরা চ্যাম্পিয়ন ও রানারআপ দলকে প্রাইজমানি, ট্রপি ও সেরাদের হাতে ব্যক্তিগত ক্রেস্ট তুলে দেন।