শ.ম.গফুর,উখিয়া প্রতিবেদক, কক্সবাজার
কক্সবাজার-টেকনাফ সড়কের টিভি রিলে উপকেন্দ্রের গেইটের সামনে অভিযান চালিয়ে নগদ টাকা ও ৯ হাজার ৯শত ৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারী কে আটক করেছে র্যাব-১৫।
বুধবার (১৩ জানুয়ারি )দুপুর তিনটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি অভিযানিক দল বাংলাদেশ টেলিভিশন উপকেন্দ্রের প্রধান ফটকের সামনে অভিযান পরিচালনাকালে পালিয়ে যাওয়ার সময় দুই ব্যক্তিকে আটক করা হয়।তাদের জনসম্মুখে দেহ তল্লাশি করে সাথে থাকা পলিথিন ব্যাগ থেকে ৯হাজার ৯শত ৫০পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটক আসামীরা হলেন উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালী এলকার বশির আহমদের ছেলে মিজানুর রহমান ( ২০ ) ও আলী মিয়ার ছেলে কামাল হােছন ( ১৯ )
বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) দুপুর ১২ টায় আটক ব্যক্তি ও ইয়াবা উদ্ধারের বিষয়ে প্রেসে বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে নিশ্চিত করেন র্যাব-১৫ কক্সবাজার এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী।গ্রেফতারকৃত আসামীদ্ধয়কে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
,