নিজস্ব প্রতিবেদকঃ
রাঙ্গামাটি জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের উদ্দ্যোগে লংগদু উপজেলায় দুস্থ ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
আজ ১৪জানুয়ারি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাংগামাটি জেলা ইউনিটের উদ্যোগে সকালে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি,রাংগামাটি জেলা ইউনিটের কার্যকরী সদস্য,সুলতান মাহমুদ চৌধুরীর(বাপ্পা) উপস্থিতিতে লংগদু উপজেলার বিভিন্ন স্থানের অর্ধশত শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করে।
উক্ত কম্বল বিতরণ অনুষ্ঠানের অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগদু উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক সরকার।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা মাঈন উদ্দিন, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ নারী সদস্য মিসেস আছমা বেগম, লংগদু উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মীর সিরাজুল ইসলাম ঝান্টু চৌধুরী, লংগদু উপজেলা পরিষদ নারী ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগমসহ অত্র লংগদু উপজেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ ।