llটুয়েল চাকমা,নানিয়ারচর প্রতিনিধি ll
বুড়িঘাট ইউনিয়নের আংশিক কিছু এলাকা বগাছড়ি,ইসলামপুর বিদ্যুৎ সংযোগ থাকলেও এতদিন বুড়িঘাট এলাকায় বিদ্যুৎ বুড়িঘাট ইউনিয়নের আংশিক কিছু এলাকা বগাছড়ি,ইসলামপুর বিদ্যুৎ সংযোগ থাকলেও এতদিন বুড়িঘাট এলাকায় বিদ্যুৎ সংযোগ না থাকায় এলাকাবাসী ছিল অনেক ভোগান্তিতে।তাই দীর্ঘদিন সংযোগ না থাকায় এলাকাবাসী ছিল অনেক ভোগান্তিতে।
তাই দীর্ঘদিন অপেক্ষার পর স্থানীয় জেলা ও উপজেলা প্রশাসন ও বর্তমান এলাকায় গন্যমান্য জনসাধারনের সফল প্রচেষ্টার ফলে এই দূর্গম এলাকায় বিদ্যুৎতের আলো ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে।বর্তমানে প্রধানমন্ত্রী ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে দিতে কাজ করে যাচ্ছেন।
পার্বত্য অঞ্চলের পাড়াগুলোতে বিদুৎতের যোগাযোগ একটু দূর্লভ হলেও ধীরে ধীরে উন্নয়নের আলো দেখাচ্ছে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুড়িঘাট এলাকার কিছু শিক্ষার্থীদের সাথে কথা বলে জানিয়েছেন,বিদ্যুৎতের অভাবে অনেক কষ্টে তারা লেখা পড়া করতে হচ্ছে।এলাকায় কোন বাড়িতে সৌর সোলার আছে, আবার কোন বাড়িতে নেই।বুড়িঘাট এলাকা থেকে রাঙ্গামাটি জেলা সদরের সাথে নেটওয়ার্ক যোগাযোগ ব্যাবস্থা ও রাস্তা থাকলেও ছিল না এতদিন বিদ্যুৎ সংযোগ।
স্থানীয় বুড়িঘাট ইউনিয়নের কিছু জনপ্রতিনিধিদের সাথে কথা বলে জানা যায়, এলাকায় বিদ্যুৎ সংযুক্ত হলে ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে যাবে এবং সবাই উপকৃত হবে,পরিশেষে মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনাকে এই রকম মহত কাজের জন্য দীর্ঘায়ু কামনা ও ধন্যবাদ জানিয়েছেন।
এদিকে উপজেলা আওয়ামীলীগের সভাপতি আ:ওহাব হাওলাদার জানিয়েছেন,আমি প্রথমেই মাননীয় দেশরত্ন প্রধান মন্ত্রী শেখ হাসিনা ও ২৯৯ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ খাদ্য মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি দিপঙ্কর তালুকদারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলতে চাই,বর্তমান সরকারের যথোপযোগী এই পদক্ষেপে প্রতন্ত্য অন্চল বুড়িঘাটের ঘরে ঘরে বিদ্যুৎ সংযোগ পৌঁছে যাবে।
অন্যদিকে রাঙ্গামাটি জেলা জর্জকোটের আইনজীবী এডভোকেট মামুন ভূইয়ার সাথে মুঠোফোনে কথা বলে জানিয়েছেন,বাংলাদেশ সেনাবাহিনীর নানিয়ারচর উপজেলা জোনের একটি ইন্টারলিজেন্ট ইউনিটের বিশেষ সহযোগিতায় কাজটি সফল হতে যাচ্ছে।এবং আমি ও বুড়িঘাট এলাকাবাসী আনন্দিত।