বান্দরবান প্রতিনিধিঃ
পাহাড়ের জীব বৈচিত্র, পরিবেশ ও বন সংরক্ষণের জন্য কমিউনিটি পার্টনারশিপ টু স্ট্রেনদেন সাসটেইনেবল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (কম্পাস), ইউএস ফরেস্ট সার্ভিস ইন্টারন্যাশনাল প্রোগ্রাম, আরণ্যক ফাউন্ডেশন ও তহজিংডং এর সহযোগীতায় রোয়াংছড়ির তালুকদার পাড়া পরিবেশ ও গ্রামীণ বন সংরক্ষণ সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ( ২৭.১০.২০২২) সকাল ১০টায় তালুকদার পাড়ার বৌদ্ধ বিহার প্রাঙ্গণে বার্ষিক সাধারণ সভায় বৌদ্ধ র্ধমীয় পবিত্র ত্রিপিটক পাঠের মাধ্যমে সমিতির সাধারণ কমিটি ও কার্যনির্বাহী কমিটি গঠনের পর শপথ বাক্য পাঠ করে আগামী দিনে সুষ্ঠু ভাবে কাজ করার অঙ্গীকারবদ্ধ হয়ে সভাটি শেষ হয়।
সভায় তহজিংডং সংস্থার থুইমংপ্রুর সঞ্চালণে ও আরণ্যক ফাউন্ডেশনের প্রোগ্রাম ম্যানেজার মোঃ কামরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোয়াংছড়ি সদর মৌজার হেডম্যান প্রতিনিধি উচাথোয়াই। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১নং রোয়াংছড়ি ইউপি প্যানেল চেয়ারম্যান অংশৈচিং মারমা।
আরণ্যাক ফাউন্ডেশনের প্রোগ্রাম ম্যানেজার মোঃ কামরুল ইসলাম জানান, তালুকদার পাড়ায় বন সংরক্ষণের জন্য ফলজ চারা সহ ২৯ হাজার বিভিন্ন জাতের গাছের চারা বিতরণের পর রোপন করানো হয়েছে।
এ সময় সভায় এলাকার কারবারী(গ্রাম প্রধান), স্কুল শিক্ষক, তহজিংডং সংস্থার কর্মরত কর্মকর্তাসহ পাড়াবাসীরা উপস্থিত ছিলেন।