।। রাঙ্গামাটি প্রতিনিধি।।
জল্পনা কল্পনা শেষে রাঙ্গামাটি পৌরসভা সাধারন নির্বাচন-২০২১ এ বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে দলীয় মনোনয়ন পেয়েছেন বর্তমান মেয়র আকবর হোসেন চৌধুরী।
অনেক আশা ও অপেক্ষার অন্ত ঘটিয়ে আজ বুধবার ১৩ জানুয়ারি সংগঠনের রায় তার পক্ষেই এসেছে।তার মনোনয়ন পাওয়ার পর ফেইসবুক থেকে শুরু করে বিভীন্ন সামাজিক মাধ্যমে দলীয় নেতাকর্মীরা শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন বর্তমান রাঙ্গামাটি জেলা যুবলীগের সভাপতিকে।
রাঙামাটি পৌরসভা সাধারন নির্বাচনে এ পর্যন্ত মেয়র পদে অমর কুমার দে (স্বতন্ত্র), মো. আব্দুল মান্নান রানা (বিপ্লবী ওয়ার্কার্স পার্টি), মো. ইসমাইল হোসেন (ইসলামিক আন্দোলন), প্রজেশ চাকমা(জাতয়ি পার্টি এরশাদ) ও মো. মামুনুর রশীদ( বিএনপি) সহ মোট ৬ জন মেয়র প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন । এছাড়া কাউন্সিলর প্রার্থী-৩৮ জন, সংরক্ষিত প্রার্থী ২০ জন কাউন্সিলর প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।
আগামী ১৭ জানুয়ারী মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন এবং আগামী ১৪ই ফেব্রুয়ারী সকল কেন্দ্রে ইভিএম এর মাধ্যমে রাঙামাটি পৌরসভা সাধারন নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।