মো. রবিউল হোসেন, স্টাফ রিপোর্টার:- “শিক্ষকের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রূপান্তর শুরু” এই প্রতিপাদ্যে সারাদেশের ন্যায় খাগড়াছড়ির মানিকছড়িতে র্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে উদযাপিত হয়েছে শিক্ষক দিবস।
দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকাল ১০ টায় উপজেলার বিভিন্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের অংশগ্রহণে একটি র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সামনে থেকে শুরু হয়ে চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়ক প্রদক্ষিণ করে মানিকছড়ি গিরি মৈত্রি সরকারি ডিগ্রি কলেজ প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।
পরে কলেজের মিলনায়তনে বড়ডলু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বশির আহম্মেদের সঞ্চালনায় ও কলেজের অধ্যক্ষ মংশেপ্রু মারমার সভাপতিতে আলোচনা সভা অনুষ্টিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. লিয়াকত আলী।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রানী নিহার দেবী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজিত কুমার নাথ, যোগ্যাছোলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম কে আজাদ, দক্ষিণ চেংগুছড়া নেছারিয়া ইসলামিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা বেলাল উদ্দিন, বাটনাতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদুল ইসলাম মোহন প্রমূখ।
র্যালি ও সভায় উপজেলার বিভিন্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী শিক্ষকবৃন্দ উপস্থিত থাকলেও প্রাথমিক বিদ্যালয়ের কোন শিক্ষক উপস্থিত ছিলেন না। এ বিষয়ে বক্তব্যে অসন্তুষ্টি প্রকাশ করেছেন বক্তরা।