মো:ইসমাইল, পানছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি:
খাগড়াছড়ির পানছড়িতে ৩২’ বিজিবির ব্যবস্থাপনায় ধুদুকছড়ার রুপসেন পাড়া বিওপি-তে অসহায় ও হতদরিদ্র রোগীদের জন্য বিনামূল্যে দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (২৬’ অক্টোবর) সকাল ১১ টা থেকে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
এসময় নারী-পুরুষ ও শিশু সহ প্রায় দেড়শত পরিবারের মাঝে এ সেবা দেয়া হয়। পানছড়ি ৩’ বিজিবি-র মেডিকেল অফিসার ক্যাপ্টেন মো:মশিউর রহমান এ সেবা প্রদান করেন।
চিকিৎসা নিতে আসা রুপসেন পাড়ার রুপসেন কার্বারি (৭৯), ভারতচন্দ্র চাকমা (৭০), মায়া রাণী চাকমা (৬০), নিবারন চাকমা (৮৭) জানান, আমরা দুর্গম এলাকায় বসবাস করি। তাই শারিরীক কোনো সমস্যা হলে স্বাস্থ্যকেন্দ্রে বা ফার্মেসিতে যেতে অনেক সময় ও অর্থ লাগে। বিজিবি-রা মাঝে মাঝে এসব দুর্গম এলাকায় আমাদের নানাভাবে সাহায্য করা ছাড়াও চিকিৎসা সেবা প্রদান করে থাকে। আজ খাগড়াছড়ি ব্যাটালিয়ন (৩২’ বিজিবি) আমাদের বিনামূল্যে ঔষধ বিতরণ করেছে। আমরা বিনামূল্যে চিকিৎসা সেবা নিতে পেরে অনেক খুশি। এছাড়াও তারা জানায়, রাতের ২টা হোক বা ৩টা হোক, আমাদের কোনো ঔষধের প্রয়োজন হলে বিওপি ক্যাম্পে গেলে বিজিবি-রা আমাদের ঔষধ দিয়ে দেয়।