কাউখালী প্রতিনিধি,রাঙামাটিঃ
কাউখালী উপজেলাধীন বেতবুনিয়ায় রাবার বাগান নামক এলাকায় ফরেনার চেকপোষ্টে রাঙামাটি থেকে চট্টগ্রামের উদ্দেশ্য পাচারকালে ১২ লিটার দেশীয় তৈরীকৃত চোলাই মদসহ জুয়েল দাশ (২২) নামে এক মাদকদ্রব্য পাচারকারীকে আটক করেছে রাবার বাগানের ফরেনার চেকপোষ্টে দায়িত্বরত পুলিশ সদস্যরা।
মঙ্গলবার(২৫ অক্টোবর) রাত পৌনে আটটায় কাউখালী উপজেলার বেতবুনিয়ায় রাবার বাগানস্থ আটকের ঘটনাটি ঘটে।
থানা সুত্রে জানা যায়, রাঙামাটি থেকে চট্টগ্রামের অভিমুখে মদ পাচারের সংবাদটি পেয়ে কাউখাল িথানা অফিসার ইনচার্জ পারভেজ আলীর নির্দেশনায় রাবার বাগানফেরেনার চেকপোষ্টে গাড়িটি পৌঁছালে এসআই কাউছার আহম্মদ ও তার সঙ্গীয় ফোর্সসহ গাড়িটিকে থামিয়ে তল্লাশির অভিযান চালিয়ে ১২ লিটার (১২ট স্যালাইন পেকেট) দেশীয় তৈরী চোলাই মদসহ জুয়েল দাশ নামে এক মাদক পাচারকারীকে হাতেনাতে আটক করে।
চোলাই মদ পাচারকারী মৃত- কালী পদ দাশ, গ্রাম- মহিরাফের পাড়া, পটিয়া, চট্টগ্রামের বাসিন্দা বলে জানাগেছে।
আটককৃত ব্যক্তির বিরুদ্ধে কাউখালী থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ বুধবার (২৬ অক্টোবর) দুপুরে রাঙামাটি বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়।