মো:ইসমাইল,পানছড়ি(খাগড়াছড়ি) প্রতিনিধি:
“আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি” শ্লোগানে খাগড়াছড়ির পানছড়িতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে।
২২’ অক্টোবর শনিবার বেলা ১০টায় উপজেলা প্রশাসনের সহযোগিতায় আয়োজিত এই দিবসটি পালনে বিভিন্ন শ্রমিক সংগঠন, যানবাহন মালিক সমিতি, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করে।
এসময় উপজেলা প্রশাসন চত্বর থেকে র্যালি বের হয়ে সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা প্রশাসন সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া আফরোজের সভাপতিত্বে আলোচনা সভার মধ্যদিয়ে কর্মসূচি শেষ হয়।