গোলামুর রহমান,লংগদু প্রতিনিধিঃ
লংগদু উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটি ও উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে মুজিববর্ষ উপলক্ষে দূর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আলোচনা সভা ও শর্টফিল্ম প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার (১২ জানুয়ারি), লংগদু উপজেলা পরিষদ মিলনায়তনে এ আলোচনা সভা ও শর্টফিল্ম প্রদর্শনীর আয়োজন করা হয়।
লংগদু উপজেলা নির্বাহী অফিসার মো: মাইনুল আবেদীন এর সভাপতিত্বে ও পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, লংগদু উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক সরকার। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও গাঁথাছড়া বায়তুশ শরফ কমপ্লেক্সের সুপার আলহাজ্ব মাওলানা ফোরকান আহম্মদ।
এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, লংগদু উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মীর সিরাজুল ইসলাম ঝান্টু, লংগদু থানা অফিসার্চ ইনচার্জ(ওসি) আরিফুল ইসলাম আমিন, লংগদু সরকারি মডেল ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোহাম্মদ শহিদুল্লাহ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মর্তা মো: মাকসুদুর রহমান,লংগদু প্রেস ক্লাবের সভাপতি মো: এখলাস মিঞা খান, গুলশাখালী ইউপি চেয়ারম্যান আবু নাছির, আটারকছড়া ইউপি চেয়ারম্যান মঙ্গল কান্তি চাকমা ও মাইনীমুখ ইউপি চেয়ারম্যান আব্দুল আলী প্রমুৃখ।
এসময় বক্তারা বলেন দূর্নীতিমূক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সততা দেশ প্রেম রেখে সঠিক দায়িত্ব পালন করলে দূর্নীতি মুক্ত বাংলাদেশ গড়া সম্ভব।