হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলীঃ
বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে রাঙ্গামাটি পার্বত্য জেলার রাজস্থলী উপজেলায় বিশ্ব খাদ্য দিবস ২০২২ পালিত হয়েছে।
অদ্য ১৭ই অক্টোবর রোজ সোমবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও সিপিপি পিএইপি-২ কারিতাস প্রকল্পের ব্যবস্থাপনায় দিবসটি উদযাপন করা হয়।
এই দিবস উপলক্ষে উপজেলা চত্বর থেকে এক র্যালি বের হয়ে উপজেলার উত্তর দক্ষিণ দিক প্রদক্ষিণ করে উপজেলা হলরুমে এসে আলোচনা সভায় মিলিত হয়।
“কাউকে পশ্চাতে রেখে নয়, ভালো উৎপাদনে উত্তম পুষ্টি, সুরক্ষিত পরিবেশ এবং উন্নত জীবন প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে এই দিবসটি উদযাপন করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মাহাবুব আলম রনি, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান উচসিন মারমা, মৎস্য কর্মকর্তা ছাবেদুর রহমান, বেসরকারি সংস্থা কারিতাস সিপিপি পিএইপি-২ প্রকল্পের মাঠ কর্মকর্তা সাধন কৃষ্ণ চাকমা, গাইন্দ্যা ইউপি চেয়ারম্যান পুচিংমং মারমা, সরকারি বেসরকারি কর্মকর্তা জনপ্রতিনিধি গণ উপস্থিত ছিলেন। এছাড়াও এতে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা কৃষকগণ উপস্থিত ছিলেন।