মো. রবিউল হোসেন, স্টাফ রিপোর্টার: দেশের পাঠক প্রিয় দৈনিক যায়যায়দিনের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার সকাল থেকেই এইচআরসি মিডিয়া ভবন সাংবাদিকদের মিলন মেলায় পরিনত হয়েছে। “আমরাই পারি আমরাই সেরা” এই শ্লোগানকে লালন করে সারাদেশের ৫শতাধিক প্রতিনিধি প্রতিষ্ঠাবার্ষির্কীর অনুষ্ঠানে অংশগ্রহণ করছে।
প্রতি বছরের ন্যায় এবারও প্রতিনিধি সম্মেলন উপলক্ষে এইচআরসি মিডিয়াভবন বর্ণিল সাজে সজ্জিত করা হয়েছে। প্রতিনিধিদের পদচারনায় মুখরিত লাভ রোডের এইচআরসি মিডিয়া ভবন। সারাদেশে থেকে আগত প্রতিনিধিরা ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লাইভ সম্প্রচারের মাধ্যমে তাদের অনুভুতি তোলে ধরছেন।
খুলনা বুরো প্রধান আতিয়ার রহমান শান্ত তার প্রতিক্রিয়ায় জানান যায়যায়দিনের প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজজন একটি ব্যতিক্রমী আয়োজন। সারাদেশের প্রতিনিধিদের মূল্যায়ন এবং তাদের অনুভুতি তোলে ধরার সুযোগ ঘটে এই আয়োজনের মাধ্যমে। এই জন্য কর্তৃপক্ষকে খুলনা বুরো অফিসের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন।
স্টাফ রিপোর্টার খাগড়াছড়ি রিপন সরকার জানান ১৭তম প্রতিষ্ঠা বার্ষিকীর সাংবাদিকদের এই মিলন মেলা আগামীদিনের পথচলাকে আরও সমৃদ্ধ করবে সেই সাথে প্রত্যন্ত অঞ্চলের সাংবাদিকগণ তাদের কর্মক্ষেত্রে সফলতার নজির স্থাপন করবে বলে আমি দৃঢ়ভাবে আশা করি।
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা প্রতিনিধি মো. জীপন উদ্দিন বলেন যায়যায়দিন পত্রিকার প্রত্যাশা প্রাপ্তির প্রতিনিধি সম্মেলনে যোগদিতে পেরে খুব ভাল লাগছে। এই সম্মেলন আমাকে আগামী দিনের পথ চলায় উৎসাহ যোগাবে বলে আমি মনে করি।