মাইজভাণ্ডারী দূরবীন ২য় খণ্ড বইয়ের মোড়ক উন্মোচন করছেন রাহবারে আলম সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (ম.)।
২৯ আশ্বিন খোশরোজ শরিফ গাউসুল আযম বিলবেরাসত সৈয়দ গোলামুর রহমান মাইজভাণ্ডারী (ক.)’র ও শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)’র ২৬ আশ্বিন চাহরম শরিফের দিন বিকালে ১৪ অক্টোবর (শুক্রবার) বইটির অন্যান্যদের মধ্যে মোড়ক উন্মোচন করেছেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় সভাপতি আলহাজ্ব রেজাউল আলী জসিম চৌধুরী, আবু নাছের অন্তু নূর।
শাহানশাহ হযরত মাওলানা শাহসুফি সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)’র মাজারের সাবেক খাদেম এস এম এম সেলিম উল্লাহ মাইজভাণ্ডারীর রচিত মাইজভাণ্ডারী দূরবীন ২য় খণ্ড বইটি উৎসর্গ করেছেন হযরত গাউসুল আযম সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারী (ক.) সহ সকল আধ্যাত্মিক সাধকগণের পবিত্র যুগলপদে। বইটি মোড়ক উন্মোচনের সময় উপস্থিত ছিলেন প্রকাশক ডা.বরুণ কুমার আচার্য্য বলাই,জনাব মঞ্জুরুল ইসলাম চৌধুরী, মাওলানা হাবিব উল্লাহ সিকদার, মোঃ নুরুল ইসলাম, আনিস উদ্দিন সোহেল,মোহাম্মদ তামজিদ হোসাইন, রোহান ইবনে কামরুল, মোহাম্মদ মোরসালিন প্রমুখ।