নিজস্ব প্রতিবেদকঃ
বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ (বাসকপ) এর ত্রি- বার্ষিক সম্মেলন ২০২১ অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১১ জানুয়ারি)বিকাল ৩টায় রাজধানীর শিশু কল্যাণ পরিষদে সম্মেলনটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বাসকপের ৩৩ সদস্য বিশিষ্ট কমিটিতে সভাপতি নিবার্চিত হয়েছেন এটি এম মমতাজুল করিম, সাধারণ সম্পাদক জি এম মজিবুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক মাজাহারুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম খান। কমিটির নবনির্বাচিত প্রতিনিধিগণ আগামী শুক্রবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এর কবর জিয়ারত করবেন।
সভায় সাংবাদিক সদস্যদের ফৌজদারি মামলা করে সরাসরি জেল হাজতে প্রেরণ না করে প্রেস কাউন্সিলের মাধ্যমে সাংবাদিকের যে কোন মামলা নিস্পত্তির জন্য জরালো দাবি জানানো হয় এবং সাংবাদিক সহকর্মী ভাই বোনদের যে কোন সমস্যায় বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ (বাসকপ) পাশে থাকার বিষয়টি নিশ্চিত করতে উদ্যোগ গ্রহণের আশা ব্যক্ত করা হয়।
নতুন দায়িত্ব প্রাপ্ত সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম খান বাসকপকে আরও সংগঠিত করতে সকলের প্রতি বিশেষ আহবান জানান।