কাউখালী প্রতিনিধি, রাঙামাটি:
বর্তমান সরকারের অধীনে সরকারের সদিচ্ছাই পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার আলো প্রসারের লক্ষ্যে কাজ করা হচ্ছে বলে মন্তব্য করেছেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি। তিনি কাউখালী উপজেলাধীন ডাবুয়া বৃক্ষভানু উচ্চ বিদ্যালয়ের চারতলা বিশিষ্ট নতুন একাডেমিক ভবন উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
শুক্রবার (১৪ অক্টোবর) ডাবুয়া বৃক্ষ ভানু উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এস এম চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি, বিশেষ অতিথি উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, কাউখালী উপজেলা চেয়ারম্যান সামছুদ্দোহা চৌধুরী, বিদ্যালয় প্রধান শিক্ষক দেব জ্যোতি চাকমা।
দীপংকর তালুকদার আরো বলেন, পার্বত্য চট্টগ্রামে প্রত্যন্ত এলাকার বর্তমান আওয়ামীলীগ সরকার বিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষার্থীদের পাঠদানের জন্য নতুন ভবন নির্মাণ, শ্রেণী কক্ষ বরাদ্দের মাধ্যমে বিদ্যালয়ের সংকটময় জটিলতা কাটিয়ে উঠছে। আগামীতেও আওয়ামী লীগ ক্ষমতায় এলে পার্বত্য চট্টগ্রামের স্কুল, কলেজ, মাদ্রাসা সহ বহুমুখী উন্নয়ন ঘটবেই বলে জানান।
কাউখালী উপজেলাধীন ডাবুয়া বৃক্ষভানু উচ্চ বিদ্যালয় চারতলা বিশিষ্ট নতুন একাডেমিক ভবন উদ্বোধনকালে বিদ্যালয়ের ছাত্র, শিক্ষক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় ইউপি সদস্য ও রাজনৈতিক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
ডাবুয়া বৃক্ষভানু উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন উদ্বোধন শেষে কাউখালী উপজেলাধীন বিকেল ২টায় পাইমুক্য বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর উপলক্ষে ধর্মীয় অনুষ্ঠানটি ভদন্ত ওয়ারা মহাথের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহা সংঘনায়ক ও চিংম্রং বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত পামোক্ষা মহাথের, এতে প্রধান পূর্ণ্যার্থী হিসেবে উপস্থিত ছিলেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি, বিশেষ পূর্ণ্যার্থী উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, কাউখালী উপজেলা চেয়ারম্যান সামছুদ্দোহা চৌধুরী প্রমুখ।