মোহাম্মদ জিপন উদ্দিন, ফটিকছড়ি:- ২০০৯ সালের ১৩ই অক্টোবর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ফটিকছড়ির মেধাবী শিক্ষার্থীদের হাত ধরে ফটিকছড়ি স্টুডেন্টস্ এসোসিয়েশনের যাত্রা শুরু হয়। সেই থেকে শিক্ষার্থীদের নিরাপত্তা প্রদান,সৃজনশীলতা বৃদ্ধি ,বুদ্ধিবৃত্তিক উন্নয়ন,ফটিকছড়ির শিক্ষা ও সামাজিক উন্নয়ন এবং সম্প্রীতির বন্ধন অটুট রাখার মাধ্যমে ১৪ তম বর্ষে পদার্পণ করল এ সংগঠনটি।
আজ (১৩ অক্টোবর) দুপুর ১ টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাদুঘর সংলগ্ন উন্মুক্ত স্থানে সংগঠনের সদস্যদের নিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।অত্র এসোসিয়েশনের সাধারণ সম্পাদক তৌহিদুল আলমের সঞ্চালনায় উপস্থিত ছিলেন ভ্রাতৃপ্রতিম সংগঠন নববাকের সাবেক সাধারণ সম্পাদক পেয়ারুল ইসলাম, এসোসিয়েশনের সাবেক সহ সভাপতি রায়হান আবদুল্লাহ, নববাকের বর্তমান সাধারণ সম্পাদক মনিরুজ্জামান আহমেদ মুন্না, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আরমানুল আলম ,বর্তমান কার্যকরি কমিটির সহ-সভাপতি আরমান রিফাত,প্রচার সম্পাদক রায়হান মোনতাসির,দপ্তর সম্পাদক জান্নাতুল নাঈমা নাইম,সাহিত্য বিষয়ক সম্পাদক রেশমিন আকতার,সহ-সাহিত্য বিষয়ক সম্পাদক রিয়া বড়ুয়া,কার্যকরি সদস্য মোঃ আরমান হোসেন, মোঃ সাকিব সহ এসোসিয়েশনের বর্তমান সদস্যবৃন্দ।
সভাপতি দাউদুল করিম সিকদারের সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করা হয়।উপস্থিত সকলে প্রতিষ্ঠালগ্ন থেকে যাদের আন্তরিকতা ও পরিশ্রমে সংগঠন এতদূর এগিয়ে গেল তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং আর বেশি শিক্ষা ও সমাজ উন্নয়নমূলক কর্মকাণ্ডে অবদান রেখে সম্প্রীতির বন্ধনে সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যাশা করেন।