মো. রবিউল হোসেন, স্টাফ রিপোর্টার:-
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ চোলাই মদ, গাঁজা ও ইয়াবাসহ দুই ব্যবসায়ী আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার ৪ নম্বর তিনটহরী ইউনিয়নের তিনটহরী নামার পাড়া এলাকায় মাদক বেচাকিনির সংবাদে ০৩ ফিল্ড রেজিঃ আর্টিঃ সিন্দুকছড়ি জোনের আওতাধীন মানিকছড়ি আর্মি ক্যাম্পের বিএ-১১৪৭৬ লে. মোহাম্মদ ফাহিম এহেসান এর নেতৃত্বে সেনাবাহিনী ও থানার উপ-পরিদর্শক (এস.আই) শংকর মজুমদারের নেতৃত্বে একটি টহল গারো সম্প্রদায় ফনিশন মারাক (৬০), পিতা- সনাত মারাক, গ্রাম- তিনটহরী, পোঃ ও থানাঃ মানিকছড়ি, জেলা খাগড়াছড়ির বাড়িতে বুধবার দিবাগত রাত সাড়ে ১২টায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ফনিশন মারাক ও তার স্ত্রী আক্রাই দেওয়ান(৪৭) কে আটক করেন এবং ঘর তল্লাশি করে ৫০লিটার চোলাই মদ, ৫০০ গ্রাম গাঁজা, ৩পিচ ইয়াবা ও একটি মোবাইলসহ মদ তৈরির বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
পরে উদ্ধারকৃত মালামালসহ মাদক ব্যবসায়ী ফনিশন মারাক ও গৃহীনি আক্রাই দেওয়ানের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনের সংশ্লিষ্ট ধারায় পুলিশ বাদী হয়ে মামলা রজু করেন। মামলা নং-৪, তারিখ ১৩-১০-২০২২ খ্রি.। বৃহস্পতিবার বিকেলে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহনূর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক যুগল দীর্ঘদিন ধরে চোলাই মদ তৈরির পাশাপাশি গাঁজা ও ইয়াবা পাচারে জড়িত ছিল। গোয়েন্দা সূত্রে নজরদারীতে যৌথ বাহিনীর জালে মাদক ব্যবসায়ীদ্বয়কে আটক করে আদালতে সৌপর্দ করা হয়েছে।