মো. রবিউল হোসেন, মানিকছড়ি (খাগড়াছড়ি):- মানবজাতির শিরোমণি মহানবী হযরত মুহাম্মদ (সা.) হিজরি ১২ই রবিউল আওয়াল পৃথিবীতে আগমন করেন। ফলে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে খাগড়াছড়ির মানিকছড়িতে আহলে সুন্নাত ওয়াল জামাআতের আয়োজনে বর্ণাঢ্য জশনে জুলুছ (র্যালি) ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (০৯ অক্টোবর) ১২ রবিউল আওয়াল সকাল সাড়ে ৮টায় উপজেলার মহামুনি বাসস্ট্রেশন থেকে অনুষ্ঠিত বর্ণাঢ্য জসনে জুলুছে বর্ণাঢ্য র্যালিটি খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়ক প্রদক্ষিণ করে আমতল হয়ে কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে এসে শেষ হয়। এতে ইসলাম ধর্মের বিভিন্ন সংগঠন নিজস্ব ব্যানারে শিশু-কিশোর, যুবক, বৃদ্ধসহ সর্বস্তরের ধর্মপ্রাণ মানুষ অংশগ্রহণ করেন।
পরে কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্নে জসনে জুলুছ উদযাপন কমিটির আহ্বায়ক মাওলানা মুহাম্মদ আব্দুল জলিলের সঞ্চালনায় ও আহলে সুন্নাত ওয়াল জামাআত মানিকছড়ি উপজেলা শাখার সভাপতি মাওলানা মুহাম্মদ বেলাল উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও সাবেক উপজেলা চেয়ারম্যান এম এ রাজ্জাক। বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য ও উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক মো. মাঈন উদ্দিন, ইউপি চেয়ারম্যান মো. শফিকুর রহমান ফারুক, উপজেলা যুবলীগ সভাপতি মো. সামায়উন ফরাজী সামু, জুলুস উদযাপন কমিটির সদস্য সচিব কাউছার হামিদ রুকন, জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদরাসার সাবেক শিক্ষক আলহাজ্ব মাওলানা জহিরু ইসলাম আল-কাদেরী, মাও. আবদুল মজিদ নিজামী ও মাও. আহমুদুল হকসহ সংগঠনের নেতৃবৃন্দ ও আলেম-ওলামাগণ।
বক্তারা বলেন, আজ মুসলমানদের জন্য এটি আনন্দের দিন। শান্তির বার্তা নিয়ে মহানবী হযরত মুহাম্মদ (সা.) পৃথিবীতে আসেন। ইসলাম শান্তির ধর্ম, সেই বার্তা সব ধর্মের সব মানুষের কাছে তিনি পৌঁছে দিয়েছেন।
হযরত মুহাম্মদ (সা.) সারা বিশ্বের মানুষের কাছে একজন আদর্শ মানুষ উল্লেখ করে বক্তারা আরও বলেন, নবী রাসুল ন্যায় প্রতিষ্ঠায় সারাজীবন কাজ করেছেন। মানুষের মধ্যে হিংসা-বিদ্বেষ হানাহানি দূর করে ইসলামের প্রকৃত বার্তা মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। ইসলামকে জীবন বিধান হিসেবে গ্রহণ করে সারা বিশ্বের মানুষের জন্য একজন আদর্শ মানুষ হিসেবে নিজের জীবন পরিচালনা করেছেন।