এক বছর আগে বাংলার বিনোদন দুনিয়াকে স্বপ্ন দেখিয়েছিল চরকি। ১২ মাসে ১২টি অরিজিনাল, একগুচ্ছ সিরিজ, খণ্ড নাটক, বাংলায় ডাবিং করা বিদেশি সিনেমা, সোনালি দিনের বাংলা সিনেমা—অনেক কিছু দিয়েছে বাংলার ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকি। বিনিময়ে পেয়েছে দেশ-বিদেশের স্বীকৃতি, দর্শকদের সমর্থন ও ভালোবাসা। দ্বিতীয় বর্ষে বিনোদন দুনিয়াকে আরও বড় স্বপ্ন দেখাচ্ছে এই স্ট্রিমিং প্ল্যাটফর্ম। এতে নতুন করে যুক্ত হয়েছেন একগুচ্ছ প্রতিভাবান নির্মাতা।
শনিবার সন্ধ্যায় রাজধানীর মাদানি অ্যাভিনিউর শেফস টেবিল কোর্টসাইডে আয়োজন করা হয় চরকি কার্নিভ্যাল। অনুষ্ঠানে এক বছরের কাজের জন্য চরকির অভিনয়শিল্পী ও কলাকুশলীদের দেওয়া হয় চরকি অ্যাওয়ার্ড। চরকির জন্য কাজ করা শিল্পী–কলাকুশলীরা ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের বিনোদন অঙ্গনের তারকা শিল্পী, নির্মাতা, কলাকুশলী ও সহযোগী প্রতিষ্ঠানের কর্মকর্তারা। ফান আর ফুর্তিতে ভরা এ আয়োজনে একঝলক দেখানো হয় চরকির জন্য নির্মিতব্য মোস্তফা সরয়ার ফারুকীর নতুন সিরিজ মিনিস্ট্রি অব লাভ। চরকির দ্বিতীয় বর্ষের নির্মাতা দলে যোগ দিয়েছেন তিনি।
প্রথম বর্ষের নির্মাতা ও শিল্পীদের হাতে পুরস্কার তুলে দিতে মঞ্চে উঠে মোস্তফা সরয়ার বলেন, ‘ওটিটিতে হরর ও অ্যাকশনধর্মী কাজ বেশি হয়। মানবিক সম্পর্কের গল্প ওটিটিতে পাওয়া যাচ্ছে না। মিনিস্ট্রি অব লাভ শুধু প্রেমের গল্প।’ অনুষ্ঠান সঞ্চালক সাবিলা নূর মজাচ্ছলে তাঁকে প্রশ্ন করেন, ‘জীবনে কতগুলো প্রেম করেছেন?’ দর্শকসারিতে বসা স্ত্রী নুসরাত ইমরোজ তিশার অনুমতি নিয়ে মজাচ্ছলে তিনিও জবাব দেন, ‘১৩টি প্রেম করেছি।’ উপস্থিত সুধীজনেরা ধারণা করে নেন, তাঁর মিনিস্ট্রি অব লাভ হয়তো ১৩ পর্বের সিরিজ!