করোনাক্রান্ত তথ্য ও সম্প্রচারমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ এমপির রোগমুক্তি কামনায় নগরীতে দোয়া ও মিলাদ মাহফিল হয়েছে।
৮ অক্টোবর(শনিবার)চট্টগ্রাম নগরীর কদম মোবারক জামে মসজিদে বাদে মাগরিব সাবেক ছাত্রনেতা তাওহীদুল কবির ও সাহাব উদ্দীন রাসেলের উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন মসজিদের ইমাম।
উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের উপ ছাত্রবৃত্তি বিষয়ক সম্পাদক এস. এম হুমায়ুন কবির আজাদ, রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক নেতা নাসিম উদ্দিন নিলয়, কমার্স কলেজ ছাত্রলীগের সাবেক নেতা সাদ্দাম হোসেন সোহাগ, আইন কলেজ ছাত্রলীগ নেতা মোহাম্মদ সোহেল, সাবেক ছাত্রনেতা জামাল উদ্দিন, কমার্স কলেজ ডিবেটিং সোসাইটির সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ ইসমাঈল, চাঁন্দগাও থানা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুমিনুর রহমান প্রমুখ।
কদম মোবারক এতিমখানার শতাধিক শিক্ষার্থী, শিক্ষক ও মুসল্লিরা এতে অংশগ্রহণ করেন। চট্টগ্রামের উন্নয়নে ড. হাছান মাহমুদের প্রচেষ্ঠার প্রশংসা করে মোনাজাতে তাঁর আশু রোগমুক্তি কামনা করেন।