মোঃ আশেক উল্লাহ্ :
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নির্মাণাধীন সম্প্রসারিত ভবনের প্রবেশদ্বারে কন্টিলিভার (গাড়ী পার্কিং পোষ্ট) ধসে এমন হতাহতের ঘটনা ঘটে। ৮ সেপ্টেম্বর শনিবার বিকেল ৩ ঘটিকায় এ মর্মান্তিক দূর্ঘটনা ঘটেছে।
এতে ঘটনাস্থলে ২জন নিহত এবং আরোও ৫জন আহত হয়। এর মধ্যে ২ জনের অবস্থা আশংকাজনক এবং আহতদের খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা যায়।
নিহত সাজাদ হোসেন (২০) খাগড়াছড়ি সদরস্থ কলেজ গেইট সবুজ বাগ এলাকার আমিন মিস্ত্রীর একমাত্র ছেলে। নিহত সাজাদ হোসেন খাগড়াছড়ি সরকারি কলেজের ইন্টারমিডিয়েট পড়ুয়া ছাত্র। অপর নিহত শ্রমিক সাইফুল ইসলাম ইসলাম সিকদার (২৮) পিতা মোঃ সোহরাব হোসেন বাগেরহাট জেলার বলে প্রাথমিক ভাবে জানা গেছে।
বাংলাদেশ সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও রেডক্রিসেন্ট’র কর্মীদের যৌথ উদ্ধার অভিযান শেষ হয়েছে । অন্যান্য আহত শ্রমিকরা হলেন, (১) মোঃ রোকন ৩৮, পিতা মৃত আব্দুস সামাদ, শালবন খাগড়াছড়ি সদর (২) মোঃ হাসান ২৪, পিতা মোঃ লালু চাঁন, শালবন খাগড়াছড়ি সদর, (৩) মোঃ হানিফ -১, ২৫ পিতা আব্দুল সালাম, শালবন খাগড়াছড়ি সদর, (৪) মো: হানিফ -২, ২৭, পিতা আব্দুল খালেক, মাটিরাঙ্গা খাগড়াছড়ি (৫) মো: সোহেল ২৩ পিতা মুসলিম উদ্দিন শালবন খাগড়াছড়ি সদর।
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নির্মাণাধীন সম্প্রসারিত ভবনের প্রবেশদ্বার কন্টিলিভার (গাড়ী রাখার পোস্ট) ছাঁদ এর ঢালাই কাজ চলাকালে সাব ঠিকাদারের ৬ জন ও ঢালাইয়ের কাজে ঢালাই সর্দার জালাল মিয়া নিয়ন্ত্রিত ১৬ জন সর্বমোট ২২ জন অংশগ্রহণ করে। দুইটি পিলারের উপর দাঁড়ানো আড়াই ফুট ব্যাসে ভীমে বাঁশের খুঁটিতে সেন্টারিং করা ঢালাই কাজের শেষ পর্যায়ে এসে এমন দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে দায়িত্বশীল প্রকৌশলী ও ঠিকাদারকে পাওয়া যায়নি। এ বিষয়ে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বাবু মংসুইপ্রু চৌধুরী অপু গণমাধ্যম কে বলে তদন্ত করে দায়িত্বে অবহেলা ও নির্মাণ ত্রুটির সাথে জড়িতের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং আহতদের উন্নত চিকিৎসার জন্যে প্রয়োজনীয় নির্দেশ প্রদান করা হয়েছে।
এদিকে নিহতদের পরিবার কে ১ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ বাবদ দেওয়ার আশ্বাস প্রদান করেন এবং আহতদের সম্পূর্ণভাবে সুস্থ না হওয়া পর্যন্ত চিকিৎসা চালিয়ে যাওয়ার ঘোষণা করা হয়েছে। এদিকে ঘটনা সুষ্ঠু তদন্তে খাগড়াছড়ি পার্বত্য জেলা কর্তৃক ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির সদসরা হলেন, বাবু কল্যাণ মিত্র বড়ুয়া আহবায়ক (সদস্য খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ) , নির্বাহী প্রকৌশলী গণপূর্ত বিভাগ খাগড়াছড়ি সদস্য, নির্বাহী প্রকৌশলী এলজিইডি খাগড়াছড়ি সদস্য সচিব। ঘটিত তদন্ত কমিটিকে ০৭ কার্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে।