মাইজভাণ্ডারী ত্বরিকার উজ্জ্বল নক্ষত্র বিশ্বঅলি শাহানশাহ হযরত শাহসুফি সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)-এর সহধর্মিণী ও আওলাদে গাউসুল আযম হযরত শাহসুফি সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (ম.) প্রকাশ মওলা হুজুরের আম্মাজান হযরত মুনাওয়ারা বেগম মাইজভাণ্ডারী (র.)’র ১ম ওফাত বার্ষিকী অনুষ্ঠিত।
৬ অক্টোবর(বৃহস্পতিবার) বাদে মাগরিব দরবারে গাউসুল আযম মাইজভাণ্ডারী’র গাউসিয়া হক মনজিলে আওলাদে গাউসুল আযম, রাহবারে আলম, সাজ্জাদানশীন শাহসুফি সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (ম.)’র সদারতে বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)’র রওজা শরিফে ১ম ওফাত বার্ষিকী কুরআন তেলাওয়াত, দরূদ শরিফ, মিলাদ মাহফিলের মাধ্যমে অনুষ্ঠিত হয়। এতে গাউসিয়া হক মনজিলের আওলাদে পাক শাহজাদায়ে গাউসুল আযম হযরত সৈয়দ আহমদ মুনতাজির জিয়া মাইজভাণ্ডারী (ম.) উপস্থিত ছিলেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, কেন্দ্রীয় পরিষদের সভাপতি রেজাউল আলী জসিম চৌধুরী, ইঞ্জিনিয়ার আজিজুর রহমান, ইঞ্জিনিয়ার কামালুর রহমান, প্রফেসর ড. জসিম উদ্দিন, আবু নাছের নুর অন্তুু, মোজাম্মেল আহমেদ, শেখ মুজিবুর রহমান বাবুলসহ উম্মুল আশেকীন হযরত মুনাওয়ারা বেগম মাইজভাণ্ডারী (র.)’র অগণিত আত্মীয়-স্বজন উপস্থিত ছিলেন। মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি কেন্দ্রীয় পরিষদের কর্মকর্তা ও কেন্দ্রীয় কমিটির সদস্যগণসহ বিভিন্ন শাখা কমিটির কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। আশেকানে গাউসুল আযম মাইজভাণ্ডারী, আশেকানে শাহানশাহ হক ভাণ্ডারীসহ গাউসিয়া হক মনজিলের কর্মকর্তা এস জেড এইচ এম ট্রাস্টের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
মিলাদ মাহফিল পরিচালনা করেন মাওলানা নুরুল ইসলাম ফোরকানী সাহেব ও মাওলানা হাবিব উল্লাহ সিকদার। এতে দেশ জাতি বিশ্ববাসীর শান্তি কামনা করে বিশেষ দোয়া করা হয়। মিলাদ মাহফিল শেষে আশেকভক্তগণের মাঝে নেওয়াজ তাবারুক বিতরণ করা হয়। উম্মুল আশেকীন হযরত মুনাওয়ারা বেগম মাইজভাণ্ডারী (র.)’র ১ম ওফাত বার্ষিকীতে উপস্থিত হওয়া সকলকে মাইজভাণ্ডার দরবার শরিফ গাউসিয়া হক মনজিলের পক্ষ হতে ধন্যবাদ জ্ঞাপন করা হয়।