মো. রবিউল হোসেন, স্টাফ রিপোর্টার:- ব্যাপক আনুষ্ঠানিকতা, আনন্দ-উৎসব ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার তিনটি মন্ডপে শান্তিপূর্ণভাবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা সমাপ্ত হয়েছে।
প্রতি বছরের মতোই দুর্গা বিসর্জন হয়ে উঠেছিল এক প্রাণের উৎসব। মহাষষ্ঠী থেকে বিজয়া দশমী পর্যন্ত ধর্মী উৎসবে মেতে উঠেছেন এ ধর্মের নর-নারীরা। বুধবার (৫ অক্টোবর) উপজেলা সদরের শ্রী শ্রী রাজশ্যামা কেন্দ্রীয় কালী মন্দির মন্ডপের দূর্গাকে মন্দিরের পুকুরে বিসর্জন দেওয়া হয় এবং দক্ষিণ একসত্যাপাড়া শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির ও তিনটহরী দূর্গা মন্দিরের দূর্গাগুলোকে তিনটহরীস্থ রাজার গোদায় (পুকুর) অশ্রুসজল নয়নে বিসর্জন দেন ভক্তরা।
তিনটি মন্ডপেই সনাতন ধর্মাবলম্বীদের দুর্গোৎসবের দূর্গা বিসর্জনের এই দিনে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ভিড় করেছিলেন হাজার হাজার মানুষ। ঢোল তবলা, রং মেখে সেজে, হাসি আর কান্নায় দুর্গাকে বিদায় দিয়েছে ভক্তরা।