চট্টগ্রামের বোয়ালখালীর পোপাদিয়ায় সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক কমিটির সিনিয়র সদস্য এরশাদ উল্লাহ।
৩ অক্টোবর (সোমবার) বোয়ালখালী উপজেলা বিএনপিসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সাথে নিয়ে উপজেলার পোপাদিয়া ইউনিয়নে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্ঘাপুজায় বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে বিএনপি নেতা এরশাদ উল্লাহ বলেন,সকল ধর্মের মানুষ বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে বসবাস করে আসছে হিন্দু -বৌদ্ধ -খ্রিস্টান -মুসলমান সকল ধর্মের মানুষ সেই ধারাবাহিকতা বজায় রাখবে বলেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিশ্বাস করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন বোয়ালখালী উপজেলা বিএনপি’র নেতা স্বপন শীল,সুলতান মাহমুদ টুনু, চান্দগাঁও থানা যুবদলের সাবেক আহ্বায়ক জাফর আহমদ,জেলা যুবদলের সহ সাধারন সম্পাদক জসিম উদ্দিন,যুবদল নেতা তাজুল ইসলাম রাসেল,সৈয়দ সাজ্জাদ,চট্টগ্রাম দক্ষিন জেলা ছাত্রদল নেতা জিয়াউল হক জোনাইদ,দিলদার হোসেন রানা,ইশতিয়াক নোমান জামি,নাছির উদ্দিন,তাহসিনুল ইসলাম,সৈয়দ নুর রুবেল,সায়মুল ইসলাম,ওমর ফারুক রায়হান,ইয়াসিন আরাফাত ইমন,জামশেদ মাহমুদ জিসান,নিবরাসুল আলম,ইমতিয়াজ,মোজাম্মেল হক,এনামুল হক,সাকিব,সাগর প্রমূখ।