টুয়েল চাকমা, নানিয়ারচর প্রতিনিধি।
মঙ্গলবার ভোর সকাল ৬টার দিকে রাঙ্গামাটি-খাগড়াছড়ি সড়কে নানিয়ারচর রাঙ্গামাটির সীমানায় কুতুকছড়ি বেইলি সেতু ধসে ৩জন নিহতের ঘটনা ঘটেছে।
এসময় ঘটনা স্থলে নিহত মোঃ আরাফাত হোসেন (চালক), মোঃ বাচ্চু হেল্পার ও জহিরুল ইসলাম নামের ৩জন নিহতের ঘটনা নিশ্চিত করেন ষ্টেশন অফিসার বিল্লাল হোসেন রাঙ্গামাটি ফায়ার সার্ভিস।
রাঙ্গামাটি-খাগড়াছড়ি সড়কে বেইলি সেতু ধসে নিহত ৩জন
লাশ হস্থান্তর করা হয় মোঃ কবির হোসেন অফিসার ইনর্চাজ কোতোয়ালি থানা।
বর্তমানে রাঙ্গামাটি ও খাগড়াছড়ির সড়ক যোগাযোগ ব্যবস্থায় অসুবিধার সৃষ্টি হয়েছে।
ছবি-উদ্ধার কাজ করছেন সোহেল( ফায়ার সার্ভিস )
স্থানীয় সুত্রে জানা যায়, পাথর বোঝাইকৃত ট্রাক সেতু পারাপারের সময় এই দুর্ঘটনা ঘটে। সকাল হতে অনেক গুলো গাড়ি করে লোকজন এসে ভোগান্তির শিকার হয়েছে। রাঙ্গামাটি জেলার থেকে গাড়ি নিয়ে আসা অনেক সরকারি ও বেসরকারি কর্মচারী এখন ভোগান্তির শিকার হচ্ছে। এসময় পথচারীরা বলেন, এই সেতু অতি শীঘ্রই মেরামত করা সম্ভব না হলে সাধারণ মানুষের দূর্ভোগের শেষ হবে না।
এব্যাপারে সড়ক ও জনপথ নির্বাহী অফিসার শাহে আরেফিন বলেন, ওভারলোডের কারণে এই দূর্ঘটনাটি ঘটেছে। আমরা তদন্ত করছি। আগামী ১৪ দিনের মধ্যেই আমরা সেতুটি মেরামত শেষ হবে।
এদিকে গঠনাস্থল পরিদর্শন করেন জেলা প্রশাসক মামুনুর রশিদ। এ ঘটনায় তিনি শোক প্রকাশ করেন।