মো. রবিউল হোসেন, স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি:- সাফজয়ী বাংলাদেশ নারী ফুটবল দলের অন্যতম খেলোয়ার খাগড়াছড়ির লক্ষীছড়ি উপজেলার স্বর্ণকন্যা মনিকা চাকমাকে সোনার হার দিয়ে সংবর্ধনা দিয়েছে উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থা।
রোববার (২ অক্টোবর) বিকাল ৪টায় ফুলসজ্জ্বিত ছাদখোলা গাড়ি ও মোটর শোভাযাত্রায় মনিকা চাকমা ও তার বাবা-মাকে নিয়ে আসা হয় অনুষ্ঠানস্থলে। এসময় তাকে ফুল দিয়ে বরণ করে নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইশতিয়াক ইমন, উপজেলা চেয়ারম্যান বাবুল চৌধুরী ও ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ। পরে শতশত ক্রীড়ামুদি দর্শক ফুল ছিটিয়ে মনিকা চাকমাকে অভিবাদন জানিয়ে মুক্তমঞ্চে নিয়ে যান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইশতিয়াক ইমনের সভাপতিত্বে অনুষ্ঠিত সংর্বধনা সভায় উপজেলা প্রশাসন, ক্রীড়া সংস্থা ও জনপ্রতিনিধিরা সোনার চেইন পরিয়ে পাহাড়ের এই কৃতিময় প্রমিলা ফুটবলার ‘সোনার কন্যা’কে সংর্বধনায় সিক্ত করেন। তার এই কৃতিত্বের জন্য উপজেলা প্রশাসন তাকে “ডটার অফ লক্ষীছড়ি উপাধিতে ভূষিত করেন।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখে অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান বাবুল চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান রাজু চাকমা, সুমনা চাকমা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মিনহাজ মাহমুদ ভূইঁয়া, উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন বেপারি, ইউপি চেয়ারম্যান প্রবিল কুমার চাকমা, ত্রিলন চাকমা ও সুইসালা মারমা প্রমূখ।
এদিকে সংবর্ধনা অনুষ্ঠানকে কেন্দ্র করে সন্ধ্যায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে দেশ বরেণ্য সঙ্গীত শিল্পীরা সংগীত পরিবেশন করেন।