মিজানুর রহমান সবুজ, দীঘিনালা প্রতিনিধি :সনাতন ধর্মাবলম্বীদের প্রাণের উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দীঘিনালার গরিব ও অসহায় ব্যক্তিদের মাঝে বস্ত্র বিতরণ করেছে উপজেলা সনাতন ছাত্র যুব পরিষদ।
(১ অক্টোবর) বিকেলে উপজেলার বিভিন্ন এলাকার গরিব ও অসহায় ব্যক্তিদের বাড়ি বাড়ি গিয়ে এ বস্ত্র তুলে দেন সংগঠনটির নেতাকর্মীরা।
এ বিষয়ে সনাতন ছাত্র যুব পরিষদ দীঘিনালা উপজেলা শাখার সাধারণ সম্পাদক সুমন দাশ বলেন, আমাদের সংগঠন ও ব্যক্তিগত উদ্যোগে উপজেলার অর্ধশতাধিক গরীব ও অসহায় ব্যক্তির মাঝে বস্ত্র বিতরণ করেছি। আমাদের এমন কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।