লক্ষ্মীপুর প্রতিনিধি: দেশব্যাপী বয়স ও বিষয়ভিত্তিক জাতীয় নৃত্য প্রতিযোগিতা ২০২২ এ পুরস্কার অর্জন করে লক্ষ্মীপুরের শিশু শিল্পী হিয়া রানী শীল।
বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা ও বাংলাদেশ শিল্পকলা একাডেমি’র আয়োজনে লোক নৃত্য ‘ক’ গ্রুপে এ পুরস্কার অর্জন করে সে। হিয়া রায়পুর উপজেলা রাখালিয়া গ্রামের মানিক চন্দ্র শীল এর মেয়ে ও জনপ্রিয় নৃত্য প্রতিষ্ঠান লতিকা নৃত্যালয়ের শিশু শিল্পী।
গত রোববার ঢাকায় শিল্পকলা একাডেমীতে আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার প্রদান করা হয়।
পুরস্কার প্রদান করেন সাংস্কৃতিক প্রতিমন্ত্রী কে এ খালিদ।
তার এমন অর্জনে বাবা মানিক চন্দ্র শীল সকলের কাছে আশীর্বাদ কামনা করেন এবং উজ্জ্বল ভবিষ্যতের লক্ষ্যে সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেন।
হিয়ার শিক্ষক ও লতিকা নৃত্যালয়ের পরিচালক শুভ দাস বলেন, হিয়ার মাঝে ব্যাপক প্রতিভা আছে। নিয়মিত চর্চায় থাকলে তার ভবিষ্যৎ আরো উজ্জ্বল হবে। আমাদের পক্ষ থেকে তার জন্য পূর্ণ সহযোগিতা থাকবে।