লক্ষ্মীপুর প্রতিনিধি: প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও বর্তমান জেলা যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী চৌধুরী মাহমুদুন্নবী সোহেলের উদ্যোগে কুরআন খতম, এতিম শিশুদের নিয়ে দোয়া ও খাবার আয়োজন করা হয়েছে।
বুধবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে লক্ষ্মীপুরের দালাবাজারস্থ হযরত আব্দুল কাদের জিলানী (রহঃ) এতিম খানায় এ আয়োজন করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদকনপদপ্রার্থী চৌধুরী মাহমুদুন্নবী সোহেল, যুবলীগ নেতা অনিক চৌধুরী, আনোয়ার হোসেন ফয়সাল, নজরুল ইসলাম রঞ্জু, মারুফ হোসেন সুজন, ছাত্রলীগ নেতা অপু চৌধুরী, কলেজ ছাত্রলীগ নেতা আকাশ, ইউনিয়ন ছাত্রলীগ নেতা গফুর, তারেক, ভুবন প্রমুখ।
এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া মুনাজাত করা হয়। পরে চৌধুরী মাহমুদুন্নবী সোহেল নিজ হাতে শিশুদের মাঝে খাবার বিতরণ করেন।
চৌধুরী মাহমুদুন্নবী সোহেল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেঁচে থাকলে বাংলাদেশ বেঁচে থাকবে, দেশের মানুষ ভালো থাকবে।