নানিয়ারচর(রাঙ্গামাটি)প্রতিনিধি:
তথ্য অধিকার দিবস উপলক্ষে ২৮ সেপ্টেম্বর (বুধবার) সকালে র্যালি ও আলোচনা সভার আয়োজন করে নানিয়ারচর উপজেলা প্রশাসন।
এছাড়া উপজেলা পরিষদের মাঠে একটি র্যালি ও উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
তথ্য জানতে পারা ও চাওয়া সকল নাগরিকের অধিকার, এবং সকল ক্ষেত্রে নিজেদের অবস্থানে সঠিক তথ্য দিয়ে সকলকে সহযোগিতা করে যেতে হবে, কোন কোন ক্ষেত্রে ভুল তথ্য সমাজ ও রাষ্ট্রের উপর প্রভাব পরে সমস্যার কারণ হয়ে দাঁড়ায়, এই বিষয়ে সকলকে অবগত থাকতে হবে বলে রাঙামাটির নানিয়ারচর উপজেলায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসের আলোচনা সভায় বক্তারা বলেন।
সভায় নানিয়ারচর উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ ফজলুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান প্রগতি চাকমা, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নুরজামাল হাওলাদার, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী ও নানিয়ারচর প্রেসক্লাবের সাংবাদিকগন।