মো. রবিউল হোসেন, স্টাফ রিপোর্টার:- আলোচনা সভা, কেক কাটা, বর্ণাঢ্য র্যালি ও দোয়া মাহফিলের মধ্যদিয়ে খাগড়াছড়ির মানিকছড়িতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনা’র ৭৬তম শুভ জন্মদিন পালিত হয়েছে।
বুধবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে দলীয় কার্যালয়ে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক চলাপ্রু মারমা নিলয়’র সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি মো. জয়নাল আবেদীন। এ সময় উপজেলা আওয়ামীলীগ লীগের সহ-সভাপতি মো. রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য মো. মাঈন উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো. আলমগীর হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি মো. সামায়উন ফরাজী সামু, সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, কৃষকলীগের সভাপতি মো. শাহ আলম, ওলামালীগের সদস্য সচিব আবুল কাশেম, ছাত্রলীগ সভাপতি মো. জামাল হোসেন, কলেজ ছাত্রলীগের সভাপতি মো. আবু জাফর, সাধারণ সম্পাদক আকতার হোসেনসহ উপজেলা আ.লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে দলীয় কার্যালয় থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে চট্টগ্রাম-খাগড়াছড়ি আমতল সড়ক হয়ে মানিকছড়ি বাজার প্রদক্ষিণ করে আবার দলীয় অফিসে দোয়া মাহফিল, কেককাটা ও মিষ্টি বিতরনের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।