পানছড়িতে দূর্গাপূজা উপলক্ষে অর্ধশতাধিক সনাতন ধর্মালম্বীদের মাঝে বস্ত্র বিতরণ মানবসেবা ও শিক্ষা কল্যাণ ফাউন্ডেশনের।
মো:ইসমাইল,পানছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি :
খাগড়াছড়ির পানছড়িতে সনাতন ধর্মালম্বীদের দূর্গাপূজা উপলক্ষে মানবসেবা ও শিক্ষা কল্যাণ ফাউন্ডেশন এর পক্ষ থেকে অর্ধশতাধিক দরিদ্র সনাতনী পরিবারের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১টার সময় পানছড়ি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে এই বস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সংগঠন এর অর্থ সম্পাদক গিয়াস উদ্দিন এর সঞ্চালনায় ও সভাপতি মতিউর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পানছড়ি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বকুল চন্দ্র চাকমা, সংগঠন এর প্রধান উপদেষ্টা সমীর দত্ত চাকমা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিজয় কুমার দেব,সাধারণ সম্পাদক মিঠুন সাহাসহ সংগঠনের অন্যান্যরা।
এসময় বক্তারা আগামী ১লা অক্টোবর শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানান এবং সংগঠন এর সাফল্য কামনা করে বক্তব্য রাখেন।