কাউখালী প্রতিনিধি, রাঙামাটিঃ
রাঙামাটির কাউখালী উপজেলাধীন ঘাগড়া এলাকা থেকে একটি দেশীয় তৈরিকৃত পিস্তল ও ৩ রাউন্ড গুলিসহ আলোময় চাকমা ওরফে বলয় (৫২)-কে আটক করেছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা।
সোমবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টায় ঘাগড়া সেনাক্যাম্পের আওতাধীন গোপন সংবাদের ভিত্তিতে চম্পাতলী গ্রামে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
সুত্রে জানা যায়, ঘাগড়া ক্যাম্পের আওতাধীন ঘাগড়া সেনাবাহিনী গোপন সংবাদের পেয়ে চম্পাতলী এলাকায় আলোময় চাকমা ওরফে বলয় বাড়িতে তল্লাশি চালায়। এ সময় একটি কক্ষে বালতির ভেতর কাপড় মোড়ানো অবস্থায় দেশীয় তৈরি ১টি পিস্তল ও ৩ রাউন্ড ০.২২ পিস্তল এ্যামুনিশন উদ্ধার করা হয়।
অভিযান চলাকালে আটাককৃত আলোময় চাকমা বাড়ীতে না থাকায় পরিবারের সদস্যরা মোবাইলের মাধ্যমে কৌশলে ডেকে এনে তাকে আটক করা হয়। পরে আটককৃত বআলোময় চাকমাকে নিরাপত্তা বাহিনীর হেফাজতে রাখা হয়। আটককৃত ব্যক্তি একজন জেএসএসের সক্রিয়কর্মী বলে জানান আইনশৃঙ্খলা বাহিনী।
এদিকে, নিরাপত্তা বাহিনীর কাছে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে, সে একজন জেএসএস (সন্তু)’র দলের সক্রিয়কর্মী, ঘাগড়া এলাকার চাঁদা কালেক্টর, ঠিকাদারের কাছ থেকে চাঁদা দাবি করা কয়েকটিতে স্বীকারোক্তিমুলক জবানবন্দি প্রদান করেছেন বলে জানান নিরাপত্তা বাহিনী।
আলোময় চাকমা বলয় উক্ত অঞ্চলের চাঁদা সংগ্রহের পাশাপাশি শান্তিচুক্তি বিরোধী বিভিন্ন কার্যক্রমের সাথে ও সরাসরি জড়িত বলেও জানা যায়।
আজ মঙ্গলবার সকালে (২৭ সেপ্টেম্বর) আটককৃত আলোময় চাকমা বলয়কে কাউখালী থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে চাঁদাবাজি, অস্ত্র মামলায় দায়ের করা হয়েছে।