ফয়সাল মাহমুদ-লক্ষ্মীপুর:-লক্ষ্মীপুরে তরুণ উদ্যোক্তা মোঃ রেজাউল করিম রায়পুর হাজিমারা গ্রামে সাড়ে ৮ একর জমিতে ভূঁইয়া ফ্রুট ফার্ম নামে একটি মাল্টার বাগান করেছেন। এতে ব্যায় করেছেন প্রায় ৮০ লক্ষ্য টাকা, ফলন ও মোটামুটি উদ্যোক্তার মুখে হাসি ফুটিয়েছে, কিন্তু ফল বিক্রয় নিয়ে ছিলেন দুশ্চিন্তায়, এই উদ্যোক্তার মাল্টা চাষের কথা যানতে পেরে কৃষি বিপণন অধিদপ্তর সার্বক্ষণিক যোগাযোগ ও সহযোগীতা দিয়ে এসেছেন। তরুণ উদ্যোক্তার দুশ্চিন্তার কথা চিন্তা করে সরাসরি ভোক্তা ও ফল আড়ৎদার সাথে ফল বিক্রয়ের জন্য আলোচনা সভার আয়োজন করেন আজ শনিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১ঘটিকার সময় কৃষি বিপণন অধিদপ্তর তাদের নিজস্ব কার্যলায় বাগবাড়ি করিম টাওয়ারে, আলোচনায় কৃষি বিপণন অধিদপ্তর আড়ৎদার সাথে পাইকারি সেল এর সিদ্ধান্ত গ্রহণ করেন পাইকারি কেজি ৭০-৭৫ টাকা হারে সাময়িক বিক্রয় করবেন, আগামীকাল রবিবার থেকে বাজারে ভ্যানে এই মাল্টা পাওয়া যাবে।
উপস্থিত ছিলেন, কৃষি বিপনণ কর্মকর্তা জেলা মার্কেটিং অফিসার মোঃ মনির হোসেন, মাছরাঙা টেলিভিশনের জেলা প্রতিনিধি শাকের মোহাম্মদ রাসেল, ফল আড়ৎদার মোঃ মানিক, খোরশেদ, ইউনুছ সহ অনেকএ।