হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলীঃ
“নিরাপদ ও আনন্দ পরিবেশে মানসম্মত শিক্ষা” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে রাঙ্গামাটি পার্বত্য জেলার রাজস্থলী উপজেলার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে মীনা দিবস পালিত হয়েছে।
অদ্য ২৪ সেপ্টেম্বর রোজ শনিবার মীনা দিবস উপলক্ষে রাজস্থলী উপজেলা চত্বর থেকে এক আনন্দ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি উপজেলার উত্তর দক্ষিণ দিক প্রদক্ষিণ করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত গল্প বলার আসর ও সাংস্কৃতিক অনুষ্ঠানে মিলিত হয়। অনুষ্টানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও শান্তনু কুমার দাস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান উসচিন মারমা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার তাজুরুল ইসলাম, সহকারী শিক্ষা অফিসার আব্দুল করিম, সাংবাদিক আজগর আলী খাঁন, সাংবাদিক হারাধন কর্মকার, বিভিন্ন সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানসহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।