হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী প্রতিনিধি।
১০ জানুয়ারী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে অদ্য রোজ রবিবার সকালে কাপ্তাই জোন ; ২৩ ইস্ট বেঙ্গল এর আয়োজনে এবং পানছড়ি আর্মি ক্যাম্পের সার্বিক তত্ত্বাবধানে রাইখালী ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলের প্রায় ৮ টি গ্রামের অসহায় ও দরিদ্র মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। এই চিকিৎসা সেবা সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে পানছড়ি আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার সিনিয়র ওয়ারেন্ট অফিসার জনাব মোঃ আব্দুল হাকিম রাঙ্গামাটি নিউজ ২৪ ডট কম এর রাজস্থলী প্রতিনিধিকে জানান,
এই এলাকার বাসিন্দারা যেন এই চিকিৎসা সেবা ভালোভাবে পেতে পারে এজন্য আমরা প্রতিটি গ্রামের কারবারীদের মাধমে আজকের প্রোগ্রামের তথ্য নিশ্চিত করি। ফলে এই অঞ্চলের প্রায় ৮টি গ্রামের অসহায় ও দরিদ্র মানুষ এই চিকিৎসা সেবা গ্রহণ করতে আসছে এবং এই কার্যক্রম সকাল ১০ টা থেকে শুরু হয়ে বিকাল ৪ টা পর্যন্ত চলবে। উক্ত কার্যক্রমে চিকিৎসক হিসেবে সেবা প্রদান করেন ক্যাপ্টেন জনাব শফিউল বাসার।