মিজানুর রহমান সবুজ, দীঘিনালা সংবাদদাতা :”ধর্ম যার যার, রাষ্ট্র সবার” এই স্লোগান খাগড়াছড়ির দীঘিনালায় বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, বিভিন্ন মসজিদের ইমাম, মন্দির, বিহার ও গীর্জা’র প্রধান, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
১৮ সেপ্টেম্বর (রবিবার) বিকাল ৩ ঘটিকায় দীঘিনালা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আরাফাতুল আলম’র সভাপতিত্বে সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মোহাম্মদ কাশেম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোস্তফা কামাল মিন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান সীমা দেওয়ান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এনামুল হক, দীঘিনালা থানার ওসি (তদন্ত) ওসমান গনি, শিক্ষানুরাগী নলেন্দ্র লাল ত্রিপুরা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিদ্যুৎ বরণ চাকমা, দীঘিনালা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম রাজু, বোয়ালখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা (কালাধন) প্রমূখ।
অনুষ্ঠানে বক্তারা ধর্ম-বর্ণ, জাতি-গোষ্ঠী, দল-মত নির্বিশেষে সকলের মাঝে মানবতার সুবাতাস ছড়িয়ে দিয়ে উপজেলার শান্তি সম্প্রীতি বজায় রাখতে সকলের প্রতি আহ্বান জানান।