।।হাবিবুর রহমান,রাঙ্গামাটি।।
গত ৪ ডিসেম্বর ২০২০ তারিখের নির্বাচনের মধ্যে দিয়ে গঠিত হয় বাংলাদেশ রেড ক্রিসেন্ট রাংগামাটি জেলা ইউনিটের নতুন কমিটি।
এরই প্রেক্ষিতে আজ ১০ জানুয়ারি বিকাল ৩ ঘঠিকায় রাংগামাটি জেলা পারিষদের কনফারেন্স রুমে শপথ গ্রহণ করেন, নতুন কমিটির সহ-সভাপতি রফিকুল আহমেদ তালুকদার, সাধারণ সম্পাদক জনাব মাহফুজুর রহমান, কার্যকরী সদস্য, জনাব সুলতান মাহমুদ চৌধুরী বাপ্পা, জনাব সাওয়াল উদ্দিন, জনাব মোঃ মনির হোসেন, জনাব আশীষ দাশ গুপ্ত, জনাব জাহাঙ্গীর আলম, মনোনীত সদস্যরা হলেন জনাব দানবীর চাকমা, জনাব কেচিং মারমা, মিসেস ঝর্ণা খীসা।
এসময় শপথনামা পাঠ করায় রাংগামাটি পার্বত্য জেলা পারিষদের মাননীয় চেয়ারম্যান ও রাংগামাটি রেড ক্রিসেন্ট ইউনিটের সভাপতি জনাব অংসুই প্রু চৌধুরী।এই শপথ গ্রহণের মধ্যে দিয়ে সবাইকে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়।