মো. রবিউল হোসেন, স্টাফ রিপোর্টার:- খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় বড়ডলু বন্ধু মহলের আয়োজনে ও বড়ডলু পূর্বাণী ক্লাবের পৃষ্ঠপোষকতায় ৯টি দল নিয়ে শুরু হওয়া ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শনিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে বৃষ্টি মাথায় নিয়ে ফাইনালে মাঠে নামে বড়ডলু পূর্বাণী ক্লাব ও তিনটহরী একাদশ। খেলায় বড়ডলু পূর্বাণী ক্লাব ১-০ গোলে তিনটহরী একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
গত ৩১ আগস্ট উপজেলার তিনটহরী ইউনিয়নের ক্রীড়া ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘বড়ডলু পূর্বাণী ক্লাব’এর পৃষ্ঠপোষকতায় বড়ডলু বন্ধুমহল আয়োজন করে এক ‘ফুটবল টুর্নামেন্ট’। নক আউট পদ্ধতির খেলার প্রতি পর্বে শতশত ফুটবল প্রেমি দর্শকের উপস্থিততে খেলা গড়ায় ফাইনালে।
বৃষ্টি ভেজা মাঠ ও আকাশের তর্জন-গর্জন মাথায় নিয়ে ফাইনাল খেলা উপভোগ করতে হাজারো দর্শক উপস্থিত হয় মাঠে। নির্ধারিত সময়ে ১-০ গোলে পরাস্থ হয় তিনটহরী একাদশ। খেলা শেষে টু্র্নামেন্ট কমিটির আহবায়ক মো. আনোয়ার হাসান রুবেলের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন উপজেলা আ’লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক ও খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য মো. মাঈন উদ্দীন, ইউপি চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, উপজেলা কৃষক লীগের সভাপতি মো. শাহ আলম, বড়ডলু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বশির আহম্মদ ও উপজেলা ছাত্রলীগ সভাপতি মো. জামাল হোসেন প্রমূখ।
এসময় সেরা খেলোয়ার, গোলদাতা ও গোল কিপারের মাঝে পুরস্কার প্রদান