মো. রবিউল হোসেন, স্টাফ রিপোর্টার:- খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলায় পূবালী ব্যাংক লিমিটেডের ১০২তম উপশাখা উদ্বোধন করা হয়েছে।
বুধবার (৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় ফিতা কেটে ব্যাংকের উপশাখা উদ্বোধন করেন অতিথিরা। এর আগে পূবালী ব্যাংক লিমিটেড খাগড়াছড়ি শাখার ব্যবস্থাপক অভিজিত ভট্টাচার্যের সভাপতিত্বে মানিকছড়ি বাজারস্থ ব্যাংকের দ্বিতল ভবনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পূবালী ব্যাংক চট্টগ্রাম প্রিন্সিপাল অফিসের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইছা।
বিশেষ অতিথি ছিলেন মানিকছড়ি উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন, ব্যাংকের উত্তর চট্টগ্রাম অঞ্চলের প্রধান ও উপ মহাপরিচালক মো. আখতারুজ্জামান সরকার, বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সহ-সভাপতি রুপেন পাল, সাধারণ সম্পাদক মো. আবদুল কাদেরসহ উদ্বোধনী অনুষ্ঠানে বাজার ব্যবসায়ী, রাজনীতিবিদ ও ব্যাংকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।