সরওয়ার কামাল, মহেশখালীঃ
মহেশখালী উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। মহেশখালী উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আজ ৫ই সেপ্টেম্বর ছোট মহেশখালী ২নং ওয়ার্ড আওয়ামীলীগের কমিটি গঠিত হয়। নব গঠিত কমিটিতে সভাপতি নুরুল আবছার সওদাগর ও
সাধারণ সম্পাদক ফোরকান আহম্মদ ভূট্টো কে নির্বাচিত করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন-মহেশখালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আনোয়ার পাশা চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মাষ্টার রুহুল আমিন, যুগ্ম-সাধারণ সম্পাদক ও ছোট মহেশখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) মাষ্টার ব্রজ গোপাল ঘোষ, উপজেলা আওয়ামী লীগের সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাষ্টার মাহাবুব আলম, ছোট মহেশখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাষ্টার এনামুল করিম ও ছোট মহেশখালী ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এম. সাইফুল ইসলাম রায়হান। ছোট মহেশখালী ২নং ওয়ার্ডের সকল কাউন্সিলরদের উপস্থিতিতে কন্ঠ ভোটে এ নির্বাচন সম্পন্ন হয়। সকলকে আন্তরিকতার সাথে কাজ করার আহ্বান জানিয়েছেন মহেশখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আনোয়ার পাশা চৌধুরী।