সরওয়ার কামাল, মহেশখালীঃ
মহেশখালী উপজেলার শাপলাপুর পাহাড়ী আস্তানা থেকে ছোট মহেশখালীর আবদুল কাদের হত্যার মামলার পলাতক ৩নং আসামী মোঃ ইসহাক কে গ্রেফতার করেছে মহেশখালী থানার পুলিশ। ৩রা সেপ্টেম্বর রাত ১০টায় মহেশখালী থানার এসআই আব্দুল্লাহ আল ফারুকের নেতৃত্বে তাকে গ্রেফতার করা হয় । মোঃ ইছহাক ২০১৯ সালে তার আপন চাচাতো ভাই ইদ্রিসের পুত্র আব্দুল কাদের কে বাড়ীর সামনে কুপিয়ে হত্যা করে। সেই সময় থেকে ইসহাক ছোট মহেশখালী ও শাপলাপুর সীমান্তের পাহাড়ে আস্তানা তৈরী করে নানা অপরাধ সৃষ্টি করে থাকে। শাপলাপুর কেন্দ্রীক একটি অপরাধী চক্রের সাথে দেশীয় অস্ত্র তৈরী, বেচা বিক্রয় কাজে জড়িত বলে সাধারণ পান চাষীদের দাবী। বড় মহেশখালী দেবাঙ্গাপাড়া কেন্দ্রীক একটি সংঘবদ্ধ অপরাধী চক্রের সাথে নিয়মিত পাহাড়ে অপরাধ মূলক কাজে জড়িত।
ইসহাক ছোট মহেশখালী ইউনিয়নের মোঃ ইউনুছের পুত্র। মহেশখালী থানার ওসি প্রনব কুমার চৌধুরী আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, অপরাধী যত বড়ই শক্তিশালী হউক কাউকে ছাড় দেওয়া হবে না।